New Update
/anm-bengali/media/media_files/2025/05/26/iYIJxqOielmWgHGXTisu.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে একই পরিবারের দুজনের মৃত্যু হল বৈতা এলাকায়। অপর দিকে পুকুরিয়াতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে মৃত্যু হয় এক জনের। হাসপাতাল সুত্রে জানা যায় ঝাড়গ্রামের বৈতাতে চাষের কাজ সেরে ফিরছিলেন একই পরিবারের দুই সদস্য বাপি মাহাতো এবং রঘুনাথ মাহাতো। হঠাৎ ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরের নীচে চাপা পড়ে যান তারা। তড়িঘড়ি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
/anm-bengali/media/post_attachments/a9b515dd-68b.png)
অপর দিকে পুকুরিয়ার বৈরার কাছে জমি থেকে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। কি ভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত করছে ঝাড়গ্রাম থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us