/anm-bengali/media/media_files/2025/07/17/whatsapp-image-2025-07-17-2025-07-17-18-34-16.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হাবড়া: নকল ফোনপে ব্যবহার করে ট্রানজাকশনের স্ক্রিনশট দেখিয়ে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেফতার ১ প্রতারক। অভিযুক্ত রুধীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সি ব্যক্তিকে বাগুইআটির বাড়ি থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। চলতি মাসের ১১ তারিখ হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় ৩ লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে অভিযুক্ত। দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায়। সেই মতো দোকানের তরফে অভিযুক্তর ঠিকানায় গয়না ডেলিভারি দেওয়া হয়। কয়েকদিনের মাথায় ফের একই ব্যক্তি ৮ লক্ষ টাকার সোনার গয়না একই দোকানে অর্ডার দেন। অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে। তখনই অ্যাকাউন্ট চেক করে মালিকপক্ষ জানতে পারে আগের টাকাও আসেনি আর এই টাকাও আসেনি। এরপরেই হাবড়া থানায় তারা এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসাত আদালতে পেশ করে। ধৃতের কাছ থেকে হাবড়ার সোনার দোকান থেকে উধাও হওয়া গয়না উদ্ধারের পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অশোকনগরের একটি সোনার দোকান থেকে একইভাবে প্রতারণা করে নেওয়া হয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার দুপুরে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসাত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্পর্শ নীলাঙ্গী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-180208-2025-07-17-18-10-45.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us