সোনার গয়না হাতিয়ে নেওয়া, উদ্ধার প্রায় ৩২ ভরি গয়না

নওদায় ধৃত ব্যক্তি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-30 at 4.20.30 PM

নিজস্ব প্রতিনিধি, নওদা: প্রায় ৩২.৫২ ভরি সোনার গয়না প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে  তোলা হবে এবং ১০ দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলে জানা গিয়েছে।

​পুলিশ সূত্রে খবর, গত ২৯ অক্টোবর নদিয়ার তাহেরপুর থানার কালিনারায়ণপুরের বাসিন্দা সোনার ব্যবসায়ী প্রল্লাদ বিশ্বাস, নওদা থানার কিশোরীটোলার বাসিন্দা হাবিব শেখের সঙ্গে সোনা কেনা-বেচা করার জন্য দেখা করেন। অভিযোগ, এই লেনদেনের সময় অভিযুক্ত হাবিব শেখ কৌশলে আসল সোনার গয়নাগুলি সরিয়ে সেখানে নকল গয়না ঢুকিয়ে দেয় এবং আসল সোনাগুলি আত্মসাৎ করে। ​ঘটনার পরই ব্যবসায়ী প্রল্লাদ বিশ্বাস নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে। দ্রুত পদক্ষেপ করে পুলিশ অভিযুক্ত হাবিব শেখ ওরফে বান্টিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে প্রতারণা করা সম্পূর্ণ সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। ​পুলিশের অনুমান, ঘটনার পিছনে আরও কেউ জড়িত থাকতে পারে। পুরো চক্রটির সন্ধানে ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।

Arrest