রক্ত পরীক্ষা না করাই হল কাল, ডেঙ্গুতে প্রাণ গেল সেনা জওয়ানের

এলাকাজুড়ে শোকের ছায়া।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-22 at 4.01.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ গ্রাম ডিংগল উত্তর বুথের কাজিচক এলাকার বাসিন্দা  দেবাশীষ সিংহ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। প্রায় ১০ বছর  ছত্তিসগড়ে পোস্টিং ছিল তার। বেশ কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসে ছিলেন দেবাশীষ সিংহ আর বাড়িতে থাকা কালীন বাবার ডেঙ্গু হয়েছিল। তারপর দেবাশীষের জ্বর হয়। কিন্তু দ্রুত বাড়ি ফিরে যাবেন বলে রক্ত পরীক্ষা না করেই আবার কাজে ফিরে যান। আর সেখানেই মৃত্যু হয়। অসুস্থতা বাড়ায় রক্তের পরীক্ষা করতে দেখা যায় তার ডেঙ্গু হয়েছে। ততক্ষনে সব শেষ।মৃত্যু হল দেবাশীষের। শনিবার নিজ বাড়িতে কফিনবন্দী দেহ পৌঁছায়। এলাকা জুড়ে শোকের ছায়া। রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জ্ঞাপন করা হয় সেনাবাহিনীর তরফে। আত্মীয়দের কথায় জানা যায় সময়ে রক্ত পরীক্ষা করলে হয়তো এমন দিন দেখতে হতো না।

WhatsApp Image 2025-11-22 at 4.19.52 PM