New Update
/anm-bengali/media/media_files/2025/10/06/screenshot-2025-10-06-1-pm-2025-10-06-13-59-10.png)
নিজস্ব প্রতিনিধিঃ জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবি করে নদী পারাপার করে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হল। বর্তমানে আর কোনো পর্যটক নেই জলদাপাড়া টুরিস্ট লজে। গতকাল প্রবল জলস্রোতে হলং নদীর উপর কাঠের সেতু ভেঙ্গে গিয়েছিল এর ফলে জলদাপাড়াতে আসা বেশ কয়েকজন পর্যটক আটকে গিয়েছিল পরবর্তীতে কিছু পর্যটককে কুনকি হাতি করে গতকাল বিকেলে নদী পারাপার করানো হয়। আর বাকি যেকজন পর্যটক ছিল তাদেরকে আজ জেসিবি করে হলং নদী পারাপার করানো হয় বর্তমানে হলং নদীর জলস্তর অনেকটা কমেছে সমস্ত পর্যটককে নিয়ে আসা হয়েছে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায়।
/anm-bengali/media/post_attachments/99dc6c28-d2e.png)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/06/dig-adv-2025-10-06-12-17-11.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us