১৩০০ মঙ্গলঘট ডুবিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা

কোথায় হল এই সূচনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-28 at 5.25.45 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ১৩০০ মঙ্গলঘট ডুবিয়ে জাঁকজমক শোভাযাত্রা করে জগদ্ধাত্রী পুজোর সূচনা হল চন্দ্রকোনা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার। চন্দ্রকোনার সুরেরহাট মাঠে এই বছর নবম বর্ষের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে চন্দ্রকোনা মিলন মেলা কমিটি।

বরাবরই থিমের পুজো করে আসছে এই পুজো কমিটি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর থিম শান্তি। শান্তির প্রতীক পায়রা। প্রতীকি পায়রা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। বিশ্ব শান্তির বার্তা দিতেই এই থিম করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। সকালে সুরেরহাট পুজো মণ্ডপ থেকে মহিলাদের নিয়ে ১৩০০ মঙ্গলঘট নিয়ে চন্দ্রকোনা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন রাজারমায়ের পুকুরে ঘট ডুবিয়ে মঙ্গলঘট শোভাযাত্রা করে পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয়। পুজো কমিটির মঙ্গলঘট শোভাযাত্রা নজর কেড়েছে শহরবাসীর। আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পুজোর কিছুদিন বসবে মেলা। প্রতিদিন নামি-দামি শিল্পীদের নিয়ে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এই পুজোয় দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ঢল নামে। এই বছরও তেমনটাই আশা করছে পুজো উদ্যোক্তারা।

WhatsApp Image 2025-10-28 at 5.25.58 PM