'তৃণমূল সুপ্রিমো মমতার কথা মতো কাজ হচ্ছে না'!

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেন অভিযোগ শেষই হচ্ছে না ইসলামপুরের বিধায়কের। ফের অভিমানের সুর তার গলায়। এবারে কী বললেন? কী অভিযোগ তার? পড়ুন বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
New Update
১২

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  তৃণমূলের টিকিট না পেয়ে পঞ্চায়েত নির্বাচনে অনেক কর্মীই নির্দল বা বিরোধীদের হয়ে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দলে থেকে নির্দলের হয়ে ভোটে লড়া নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এদিকে ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরীও ঘোষণা করে দিয়েছেন যে নির্দল প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন তিনি। যারা দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়বেন তাদের জন্য লড়বেন আবদুল করিম চৌধুরী। সেই সঙ্গে গর্জ ওঠেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল এবং ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে। বিদ্রোহী বিধায়কের কথায়, তিনি ন্যায্য কথাই বলেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি তিনি। তার দাবি,  "মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনার লোকগুলো আমার লোকগুলোকে মারছে। খুন করছে। কানাইয়ালাল আগারওয়াল এবং জাকির হোসেনকে বাঁচানো হচ্ছে তৃণমূল ভবন থেকে। আপনি বলেছিলেন, যে বিধানসভায় যে এমএলএ আছে তার ভিত্তিতেই সংগঠন চলবে। কিন্তু তা হচ্ছে না।" 
উপনির্বাচনের সময় তৃণমূলের হয়ে ভোটে লড়ার অনেক চেষ্টা করেছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বিশ্বাস করেননি বলেও অভিমানের সুর ধরা পড়েছে বিদ্রোহী বিধায়কের কথায়। শুভেন্দু অধিকারী সেই সময় ছিলেন তৃণমূলে। বিদ্রোহী বিধায়ককে ফেরানোর দায়িত্ব মমতা শুভেন্দুর ওপর দিয়েছিলেন বলেও দাবি তার। 

প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন ইসলামপুরের বিধায়ক। বুঝিয়ে দিয়েছিলেন ক্ষমতার মাপকাঠি। একাধিকবার তিনি অসন্তোষ প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে।