একুশের বিজেপি প্রার্থী এবার তৃণমূলে? ক্রিকেটের মঞ্চে বললেন 'খেলা হবে'

কে সেই ব্যক্তিত্ব?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-12 at 4.41.05 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: এবার মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলে যোগদানের এক নতুন বার্তায় কেঁপে উঠল জেলার রাজনীতি। ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ার সম্ভাবনা উস্কে দিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান। তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে একটি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি রূপে উপস্থিত মতিবুর বার্তা দিলেন একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে খেল আউট হয়ে গেলেও এবার খেলা হবে।

কোন রাজনৈতিক দলের হয়ে মতিবুর নামছেন ময়দানে সেই ইঙ্গিত পাওয়া যায়নি। আর তার এই মন্তব্য সামনে আসতেই তার তৃণমূলে যোগদানের জল্পনা আরো প্রবল হল। বলেন, "২১ সালে ফিফটি-ফিফটি হয়েছিল, এবার ২০-২০ হবে"। 

শেরশা বাদিয়া জাতিগোষ্ঠী অধ্যুষিত হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মতিবুর রহমান নিজেও জাতিগোষ্ঠীর প্রভাবশালী ব্যবসায়ী। এর আগের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে পরাজিত হয়ে যান। তৈরি হয় বিজেপির সঙ্গে দূরত্ব। কোনও রাজনৈতিক দলে না থাকলেও তিনি নিজের বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যাপক পরিচিত। এদিকে হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে বলে খবর। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সঙ্গে তার দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, মতিবুর রহমানের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ভাল। এই সূত্রেই কি এবার তাজমুল হোসেনের বিরুদ্ধে ময়দানে নামবেন এই ব্যবসায়ী? 

WhatsApp Image 2025-11-12 at 4.58.04 PM