ভয়ঙ্কর ভাঙনের মুখে সাগরতট, গঙ্গাসাগর মেলার আগে বাঁধ সংস্কারে নেমেছে সেচ দফতর

গঙ্গাসাগর মেলা ২০২৬-এর আগে সাগরতটে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। সমুদ্রের ভাঙন রোধে মাটি ফেলা ও বাঁধ মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-28 at 2.10.30 PM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-এর আগে সমুদ্রতীরে চলছে যুদ্ধকালীন তৎপরতা। সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত বাঁধ ও সৈকতের অংশ মেরামতের কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও সেচ দফতর। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে সাগরতটের ভাঙন বৃদ্ধি পাওয়ায় এবারে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

সেচ দফতরের উদ্যোগে বিশেষ প্রক্রিয়ায় মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকতের বাঁধে ফেলার কাজ শুরু হয়েছে। ওই মাটি বাঁধ তৈরির উপযুক্ত কিনা, তা যাচাই করতে আজ সকালেই সরেজমিনে উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি চলমান কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন এবং দ্রুত শেষ করার নির্দেশ দেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী ৮ জানুয়ারি থেকে পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে গঙ্গাসাগর মেলার দরজা। লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রশাসন একাধিক বৈঠক করেছে। নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, যাতায়াত পরিকাঠামো— সব কিছুই এবার নতুন করে সাজানো হচ্ছে।

ganga sagar

সমুদ্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা দ্রুত মেরামত করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেজন্য দিন-রাত এক করে কাজ চলছে সাগরতটে। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, “গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভাঙন রোধ ও বাঁধ মেরামতের কাজ পুরোদমে চলছে।” প্রশাসনের এক কর্তা বলেন, “যাতে কোনোভাবে মেলার সময়ে সমস্যার মুখে না পড়তে হয়, সেই লক্ষ্যেই দ্রুত কাজ শেষ করতে চেষ্টা চলছে।”

এই মুহূর্তে সাগরদ্বীপের বাতাসে মেলা-পূর্ব উত্তেজনা স্পষ্ট। ভাঙনের ভয় থাকলেও প্রস্তুতির জোরে আশাবাদী স্থানীয়রা।