আইকিউসিটিতে হঠাৎ বজ্রআঁটুলি! ৩ দিন পর এই কাণ্ডে অবাক সবাই

কি ঘটল সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
hospro

হরি ঘোষ, দুর্গাপুর: আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এখন যেন দুর্গে পরিণত। শুক্রবার রাতে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে নৃশংস গণধর্ষণের ঘটনার পর তিন দিন কেটে গেলেও, হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফিরল যেন আজই। সোমবার সকাল থেকে হঠাৎ করেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল থেকে দেখা যায়, হাসপাতালের মূল গেটসহ বিভিন্ন প্রবেশপথে কড়া নজরদারি চালাচ্ছে প্রাইভেট সিকিউরিটি কর্মীরা। রোগীর আত্মীয়-পরিজনদের প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে দেখাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া অনুমতিপত্র বা আইডি কার্ড। বাইরে থেকে কোনও অপরিচিত ব্যক্তিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিক ও সাধারণ মানুষেরও প্রবেশ সীমিত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা জোরদার করা হয়েছে রোগী, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে। কিন্তু প্রশ্ন উঠছে- এতো বড় ঘটনা ঘটার পর তিন দিন পার হতে না হতেই এই সচেতনতা কেন? আগে কেন ছিল না এমন সতর্কতা? কিন্তু মানুষের মনে প্রশ্ন এই কঠোরতা কতদিন টিকবে? নাকি কয়েকদিন পরই ফের অন্ধকারে ঢেকে যাবে হাসপাতালের নিরাপত্তা?

hospro1