২১ জুলাইকে সামনে রেখে আইএনটিটিউসির মিছিল

কোথায় হল এই মিছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-10 at 6.01.30 PM

 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হবে শহীদ দিবস। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা ও ব্লক অঞ্চল স্তরে তার প্রস্তুতি বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মোহনি গ্রামে আইএনটিটিইউসির অন্তর্গত ক্লোস্টোরেজের শ্রমিকদের নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সনাতন বেরা, আইএনটিটিইউসির কেশপুর ব্লক সভাপতি তাজ মহম্মদ, সদস্য এবং ক্লোস্টোরেজের শ্রমিকরা।

TMC_flag_Trinamool_flag_-_PTI
ফাইল চিত্র