New Update
/anm-bengali/media/media_files/zjNp9ZVW7tK64S6jmzA4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম! মোক্ষম অস্ত্র বিরোধীদের। এবার আসরে সুজন চক্রবর্তী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''হেফাজতে থেকে সাংবাদিকদের মন্ত্রী বালু জানিয়ে দিলেন, তিনি যা করেছেন সবই মুখ্যমন্ত্রী জানেন।তৃণমূলের মন্ত্রী-নেতারা দুর্নীতি, লুঠ বা অপরাধ যে যা করেছেন উনি সবই জানেন।অনুপ্রেরণায় সংগঠিত অপরাধ।অতএব তদন্তকারীরা মুখ্যমন্ত্রীকে ডাকবে কবে?''
থলের বিড়াল বেড়িয়ে পড়ল!!
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 3, 2023
হেফাজতে থেকে সাংবাদিকদের
মন্ত্রী বালু জানিয়ে দিলেন,
তিনি যা করেছেন সবই মুখ্যমন্ত্রী জানেন।
ঠিকই তো।
তৃনমূলের মন্ত্রী-নেতারা
দূর্নীতি, লুঠ বা অপরাধ
যে যা করেছেন উনি সবই জানেন।
অনুপ্রেরণায় সংগঠিত অপরাধ।।
অতএব তদন্তকারীরা
মুখ্যমন্ত্রীকে ডাকবে কবে!? pic.twitter.com/ReEazDOp8k
/anm-bengali/media/post_attachments/ePk12HxK2NW07g87r2Zy.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us