/anm-bengali/media/media_files/2025/04/13/N5RCuDyiiPCzReHNZBtC.png)
নিজস্ব সংবাদদাতা: গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে উর্দিধারীদের সাথে দাঁড়িয়ে শিব ও নন্দী ভৃঙ্গী। পথ চলতি যাত্রীবাহী গাড়ি চালকদের সকাল থেকেই দিচ্ছেন সচেতনতামূলক পাঠ, হেলমেট পড়ে বাইক না চালানোয় বাইক চালকদের দিচ্ছে ধমক, বলছেন কাটা হবে ফাইন। কেউ পকেট থেকে টাকা বের করে ঘুষ দিলেও নিচ্ছে না।
/anm-bengali/media/post_attachments/baf5776a-e20.png)
এক কথায় গাজনের দিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার নয়াগঞ্জ এলাকায় চন্দ্রকোনা থেকে গড়বেতাগামী রাজ্য সড়কের উপর সং সেজে পথ চলতি মানুষকে এমনই সচেতনতার বার্তা দিচ্ছেন চন্দ্রকোনার চার যুবক চন্ডী সাঁতরা, তাপস মিদ্যা, প্রদীপ পোড়া, সুশান্ত দাস। পথ চলতি হেলমেটবিহীন মোটরবাইক চালকেরা সত্যিকারের পুলিশ ভেবে অনেকেই দূরে দাঁড়িয়ে যাচ্ছেন, কেউবা আবার পুলিশের ধমকে প্রথমত চমকে উঠছেন। পরে অবশ্য বুঝতে পারছেন এ আসল পুলিশ নয়, নকল পুলিশ। তবে আজকের দিনে এই উদ্যোগকে অনেক পথ চলতি মানুষ সাধুবাদ জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us