/anm-bengali/media/media_files/tseB5V4av08ts5WJwWIk.jpg)
নিজস্ব সংবাদদাতা : হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা মালিকদের হাতে তুলো দিল পুলিশ। হাওড়া সিটি পুলিশের তরফে 'ফিরে পাওয়া' নামক একটি উদ্যোগ গৃহীত হয়েছে। এর অধীনে ১০৫ জন নাগরিক এবার ফিরে পেলেন তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শুরু হয়েছে হাওড়া সিটি পুলিশের 'ফিরে পাওয়া'। সেই উদ্যোগের নিরিখেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায়, মঙ্গলবার সাঁকরাইল থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাধারণ নাগরিকদের হাতে তাদের মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি (সাউথ ডিভিশন) । হারানো ফোন ফিরে পেয়ে খুশি ফোনের মালিকরাও।
ফিরে পাওয়া - ১০০-র বেশি শহরবাসী ফিরে পেলেন হারানো মোবাইল! উদ্যোগ হাওড়া সিটি পুলিশের।
— Howrah City Police (@hwhcitypolice) November 8, 2023
প্রায় ১০৫ জন নাগরিকের হাতে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল হাওড়া সিটি পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে হাওড়া পুলিশের তরফে 'ফিরে পাওয়া' নামক একটি উদ্যোগ (১/৩) pic.twitter.com/mZ1yg5wUPY
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us