New Update
/anm-bengali/media/media_files/2025/11/24/indigo-2025-11-24-19-36-25.png)
নিজস্ব সংবাদদাতা: বাগডোগরা–শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরতে গিয়ে চরম ভোগান্তির শিকার এক যাত্রী ভোজরাজ জৈন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। ফেরার জন্য গতকাল ইন্ডিগোর যে উড়ান ধরার কথা ছিল, তা হঠাৎ বাতিল হয়ে যায়। আজ সকালে আবার জানানো হয় যে বিমান ছাড়বে। কিন্তু পরে ফের খবর আসে, উড়ান পুরোপুরিই বাতিল। ভোজরাজের অভিযোগ, এত বড় সমস্যার পরও যাত্রীদের কোনও থাকার ব্যবস্থা করা হচ্ছে না, এমনকি সঠিক আপডেটও দেওয়া হচ্ছে না।
যাত্রীদের অভিযোগে ক্ষোভ বাড়ছে বিমানবন্দরে, আর প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে অনিশ্চয়তার তালিকা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/WSl2NUlDI5zAke0QW8aS.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us