মোট ভোটার সংখ্যা ১০০১২৭! পঞ্চায়েত ভোটকে ঘিরে চড়ছে পারদ

আগামী ৮ জুলাই অর্থাৎ আগামীকাল রাজ্যে পঞ্চায়েত ভোট।

author-image
SWETA MITRA
New Update
voter.jpg

হরি ঘোষ, জামুরিয়াঃ জামুরিয়া বিধানসভায় দশটি গ্রাম পঞ্চায়েত (Panchayat Vote 2023) রয়েছে। সর্বমোট ১১৩ টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে চারটি ভোট কেন্দ্রকে ক্রিটিক্যাল হিসাবে নথিভুক্ত করা হয়েছে। মোট ৫৬৫টি ভোট কর্মী থাকছেন। কত পরিমাণ কেন্দ্রীয় ফোর্স প্রতিটা বুথে থাকবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

 মোট ভোটার সংখ্যা...  

পুরুষ-৫১৫৫৯  
মহিলা-৪৮৫৬৮  

মোট ভোটার-১০০১২৭