নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণনগর থেকে বাংলাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "বাংলায় পুলিশ নয় অপরাধী ঠিক করে কখন গ্রেফতার হবেন। তৃণমূল সরকার ‘মা-মাটি-মানুষ’-এর প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। তবে আজ এই সরকারের অত্যাচারে বাংলার ‘মা-মাটি-মানুষ’ অশ্রুসজল ফেলছে"। তিনি দাবি করছেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চাইনি তৃণমূল সরকার। তবে সন্দেশখালির মায়েদের ও বিজেপির চাপে তৃণমূল সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।
Friends, the Trinamool government came to power promising to represent the ‘Maa-Maati-Manush’. However, today, under the tyranny of this government, the ‘Maa-Maati-Manush’ of Bengal are in tears.