আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

দিন কয়েক হলো কমেছে ভ্যাপসা গরম।তবে কমেনি রোদ বৃষ্টির খেলা। কিন্তু বৃষ্টির ঘাটতি কমছে না জুলাইয়ের শেষ সপ্তাহে এসেও। গত সপ্তাহের দু-এক ঝাপটা বৃষ্টি হলেও বাংলা এখনো চাতক পাখির ন্যায় অপেক্ষারত।

author-image
SWETA MITRA
New Update
kol brishti.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি (Rainfall)। সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবন জানাচ্ছে,   আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।  এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে।