New Update
/anm-bengali/media/media_files/mYBhT5LzbzkszTtqiQNb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের আবহাওয়া (Weather) নিয়ে ফের একবার বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস। আপনিও যদি আগামী কয়েকদিন বাড়ির বাইরে বেরনোর পরিকল্পনা করে থাকেন তাহলে আরও কয়েকবার ভেবে নিন। কারণ আগামী ৭ জুন অবধি রাজ্যে ব্যাপক তাপপ্রবাহ (Heatwave) বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর বেশ কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা, দুই দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ব্যাপক তাপপ্রবাহ বইবে। সেইসঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
IMD issues heatwave warning for various districts of West Bengal till 7th June. pic.twitter.com/wTURb8VMcL
— ANI (@ANI) June 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us