New Update
/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23-14-am-2025-11-23-10-56-49.png)
নিজস্ব প্রতিনিধি: প্রৌঢ়কে ধাক্কা মেরে জঙ্গলে ঢুকলো পিকআপ ভ্যান। মৃত্যু হল প্রৌঢ়ের। মৃত প্রৌঢ়ের নাম লক্ষণ মান্ডি (৬০)। কাঁকসার ভালুককোন্দা এলাকার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, ভালুককোন্দা থেকে গোপালপুরের দিকে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। তখন লক্ষণবাবু পায়ে হেঁটে যাচ্ছিলেন।
/anm-bengali/media/post_attachments/aaaf8f0e-7a2.png)
তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি লক্ষণ বাবুকে ধাক্কা মেরে জঙ্গলে ঢুকে যায়। লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তারপরেই ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় গাড়ির যাতায়াতের ফলে এই দুর্ঘটনা। পুলিশ ঘাতক চালক এবং খালাসির সন্ধানে তল্লাশি শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us