Breaking : বাজি কারাখানা অতীত! এবার রমরমা অবৈধ অস্ত্রকারখানার

বেআইনি অস্ত্র কারখানা! বাংলার বুকে অস্ত্র ভাণ্ডার! বাড়ছে দুষ্কৃতীরাজ? কোন পথে বাংলা? কাশীপুরের ঘটনায় উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
dew

নিজস্ব সংবাদদাতা : একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ, জেলায় জেলায় উদ্ধার বোমা, মৃত্যু মিছিল, পঞ্চায়েত নির্বাচনের মরশুমে এমনই সব ঘটনা লাগাতার ঘটে গিয়েছে বাংলার বুকে। এবার আসছে লোকসভা নির্বাচন। কেন্দ্রের বিজেপি সরকারকে মাত দিতে ইন্ডিয়া জোট গঠন করেছে বিরোধীরা। জোটে রয়েছে তৃণমূলও। আর তৃণমূল শাসিত রাজ্যেই কিনা এবার রমরমা অবৈধ অস্ত্র কারখানার! তবে কি বাংলায় বাড়ছে অপরাধ? 
দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত কাশীপুরে সন্ধান মিলেছে একটি অবৈধ অস্ত্র কারখানার। উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র। গ্রেফতার ১।বড় পাইপগান এবং আটটি ছোট পিস্তল উদ্ধার হয়েছে। বারুইপুরের এসপি পলাশ চন্দ্র ঢালী আরো জানিয়েছেন যে  গ্রেফতারকৃত ব্যক্তিকে আজ বারুইপুর আদালতে তোলা হবে, এবং  তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে পুলিশ।