হচ্ছিল অবৈধভাবে বালি পাচার, BLRO ধরলেন হাতে নাতে

আগামী দিনেও ব্লকের বিভিন্ন নদী-ঘাটে এই অভিযান প্রতিনিয়ত চলবে’ বলে তিনি জানান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dpoouo

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রতিনিয়ত দিনের আলো ও রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠে আসছিল শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত বিধান নগর দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের বিজলিমুনি এলাকায়। চেঙ্গা মানজা নদী থেকে প্রতিনিয়ত ট্রাক্টর ও ডাম্পারে করে বালি পাচার করা হচ্ছে। 

এই অভিযোগ পাওয়া মাত্রই আজ ভূমি ও রাজস্ব দপ্তরে আধিকারিকরা হানা দেয় সেই নদীর ঘাটে। পৌঁছে একটি ট্রাক্টর আটক করে এবং পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালি তুলে একটি জায়গায় ডাম্প করা হচ্ছিল। সেই বালিও বাজেয়াপ্ত করে আধিকারিকরা। প্রায় ১৫ হাজার সেফটি বালি রয়েছে বলে সেখানে জানা যায়। 

daweed

তবে এই বালি পাচারে যারা যারা যুক্ত সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। বিএলআরও শুভ্রজ্যোতি মজুমদার এদিন এই বিষয়ে জানান, ‘বহুদিন ধরে অভিযোগ আসছিল বৈধ ঘাটের আড়ালে অবৈধভাবে বেশ কিছু বালি মাফিয়া তারা নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি বালি পাচার করছে। তাতে রাজস্ব ক্ষতি হচ্ছে যার ফলে আজ এই অভিযান করা হয়। আগামী দিনেও ব্লকের বিভিন্ন নদী-ঘাটে এই অভিযান প্রতিনিয়ত চলবে’ বলে তিনি জানান।

duuioi