New Update
/anm-bengali/media/media_files/2025/11/25/whatsapp-image-2025-11-25-at-185623-2025-11-25-19-38-48.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অবৈধ মদ কারবারিকে ধরিয়ে দিলে। এলাকা থেকে অবৈধ মদের কারবার বন্ধ করতে অভিনব উদ্যোগ গ্রাম কমিটির।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের রথিপুর গ্রামে চলছে অবৈধ মদের কারবার। গ্রাম কমিটির পক্ষ থেকে এলাকায় বিষ মদের কারবার বন্ধ করতে এলাকায় চালানো হচ্ছে মাইক প্রচার। গ্রাম কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে কেউ অবৈধ মদের কারবার করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিটি। শুধু তাই নয় গোপনে কেউ ব্যবসা করলে যদি কেউ ধরিয়ে দেয় তাকে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করবে দেশ কমিটি।
/anm-bengali/media/post_attachments/b368bd75-f0a.png)
দেশ কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে যে, প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সাহায্য নিয়েই তারা এই উদ্যোগ নিয়েছেন। এক কথায় রথীপুর গ্রাম থেকে অবৈধ মদের কারবার বন্ধ করতে অভিনব উদ্যোগ নিয়েছে গ্রামের এই কমিটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us