/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে পুলিশের জালে ছয় জন পাচারকারী। দাসপুরের বেলিয়াঘাটা এলাকায় ধরা পড়ল নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্র। গাড়ি চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে গাড়ি সহ এই পাচারকারীরা। দাসপুরে খবরের শিরোনামে একাধিকবার উঠে এসেছে এই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের দৌরাত্ম্য। বারবার বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ ধরা পড়েছে পাচারকারীরা।
জানা গেছে, এই কাফ সিরাপ নেশা করার জন্য ব্যবহার করা হয়। এই সিরাপ খেয়ে নেশা করলে সাধারণভাবে কেউ বুঝতেই পারে না যে ব্যক্তি নেশাগ্রস্ত কারণ মুখ থেকে কোনওরকম গন্ধ বেরোয় না। তাই অনেকেই এই নেশার জালে জড়িয়ে পড়ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কাফ সিরাপ বিক্রি বা পাচার করা আইনত অপরাধ। কারও কাছে এটি পাওয়া গেলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে।
/anm-bengali/media/post_attachments/6206720c-e27.png)
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় নাকা চেকিংয়ে নিষিদ্ধ কাফ সিরাপ সহ ছয় জনকে পাকড়াও করে দাসপুর থানার পুলিশ। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার, ঘাটাল সিআই সহ দাসপুর থানার ওসি সহ পুলিশ কর্মীরা। পুলিশি নাকা চেকিংয়ে কাফ সিরাপ পাচার চক্র পাকড়াও হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানিয়েছেন, “সপ্তাখানেক আগে দাসপুর থেকে কাফ সিরাপ সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল, তারা পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সন্ধান মেলে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us