Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা : শনিবার গভীর রাতে খড়গপুরে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন খড়গপুর আইআইটি'র (IIT) গবেষক ভাট্টরাম শ্রাবণ কুমার (২৭)। দ্রুত তাঁকে রেললাইনের ট্র্যাক থেকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় কলকাতার পিয়ারলেস হাসপাতালে। চিকিৎসা চলাকালীনই রবিবার রাত্রি ৯টা নাগাদ IIT-র খড়্গপুরের এই গবেষকের মৃত্যু হয়। তাঁর বাড়ি তিরুপতির চিত্তুর অন্ধ্রপ্রদেশে বলে জানা গেছে। তবে, ঠিক কি কারণের জেরে দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ওই গবেষক পড়ুয়া IIT-র মেঘনাদ সাহা হলের ছাত্র ছিল বলে জানা গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/09/whatsapp-image-2025-12-08-at-2025-12-09-07-27-49.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us