‘ড্রেজিং না হলে ড্যাম রাখার মানে নেই’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ড্যাম নির্মাণের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করলেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1716651192_mamata-4

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে ভয়াবহ জলবিপর্যয়ের পর ফের কড়া সুরে ভুটান ও কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দার্জিলিং-এর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ড্রেজিং না করলে ড্যামের কোনও প্রয়োজনীয়তা নেই, ভেঙে দাও সব ড্যাম!”

ভুটানের জলেই উত্তরবঙ্গ বিপর্যস্ত—এমন অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই অভিযোগের পাশাপাশি ড্যাম নির্মাণের যৌক্তিকতাকেও প্রশ্নবিদ্ধ করলেন তিনি।

মমতা বলেন, “ড্যাম রাখার কারণ হল গ্রীষ্মকালে জল সরবরাহ করা। কিন্তু বর্ষা এলে যদি হঠাৎ জল ছেড়ে দিয়ে আমাদের রাজ্য ডুবিয়ে দাও, তবে এই ধরনের ড্যামের কোনও দরকার নেই। আমি মেঘনাথ সাহার রিপোর্ট পড়েছি—তিনিও বলেছেন, এই ধরনের ড্যাম অপ্রয়োজনীয়”।

পাহাড়ি এলাকায় প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ম্যানগ্রোভ কংক্রিটের থেকেও শক্ত। ক্ষতিগ্রস্ত এলাকায় এই গাছ লাগান। আমি টাকা জলে ঢালতে রাজি নই”।

north bengal flood

এর আগে নাগরাকাটায় গিয়ে বিপর্যস্তদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দুর্গত পরিবারের হাতে ত্রাণ ও চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। সেখান থেকেই ক্ষোভ উগরে দেন ভুটানের প্রতি। তাঁর কথায়, হলদিয়া, কলকাতা পোর্ট ও ফরাক্কায় ড্রেজিং হচ্ছে না। ফলে বর্ষায় জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে, বাধ্য হয়ে খুলে দেওয়া হচ্ছে বাঁধ।

সব মিলিয়ে, উত্তরবঙ্গের বিপর্যয় ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফের নতুন বিতর্ক দানা বাঁধল। এবার শুধু ভুটান নয়, ড্যামের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।