আজব এক ICDS কেন্দ্র! ঘর নেই, আসে না শিশুরাও

অথচ হয় রান্না।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-20 at 3.23.00 PM (1)

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রায় ৮ বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা দুই গ্রামের শোলা ৩ নম্বর ২১১ ICDS কেন্দ্র থেকে প্রতিদিন ৭ জন শিশু ও প্রসূতি মহিলার পুষ্টিকর খাবার দেওয়া হয়। কেন্দ্রের একমাত্র শিক্ষিকা দিপালী করণ শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে আসেন না কেন্দ্রে। তার পরিবর্তে স্বামী যুধিষ্ঠির করণ কেন্দ্রটি চালান। আর এতেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। আর কি কি সমস্যা রয়েছে? । খাতায়-কলমে ICDS কেন্দ্র উল্লেখ থাকলেও কোথাও নেই ICDS কেন্দ্রের নিজস্ব ঘর, কেন্দ্রে আসে না ছোট্ট ছোট্ট শিশুরা। গ্রামের প্রতিটি প্রান্তে ঘুরে সকালে যে রান্নাটুকু হয়, সেই রান্নাই টিফিন ভর্তি করে নিয়ে যান পরিবারের সদস্যরা। 

এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সকলেই বলছেন যে বারে বারে প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।গ্রামের শাসকদলের নেতাকর্মীরা বলছেন, ICDS কেন্দ্রের এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে ব্লক প্রশাসন সূত্রে খবর দীর্ঘদিন ধরে অর্থের টান থাকায় কেন্দ্রটির বাড়ি নির্মাণ করা হয়নি। তবে এবার ওই কেন্দ্রটির নতুন বাড়ি নির্মাণ করা হবে। চন্দ্রকোনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দোলই বলেন, "ওই ICDS কেন্দ্রটির ভবন নির্মাণের জন্য অনুমোদন চলে এসেছে, দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। ভবন নির্মাণ হলে স্থায়ী ঠিকানা হবে"। কিন্তু কেন্দ্র পরিচালনা থেকে শিশু ও প্রসূতি মহিলাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার দায়িত্ব এভাবে একজন মহিলা কর্মীর স্বামীর উপর থাকবে কেন? উঠছে প্রশ্ন।

WhatsApp Image 2025-11-20 at 3.23.00 PM