New Update
/anm-bengali/media/media_files/2025/05/22/pmeYYgQ3fpLK6ARseVyH.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আর পাঁচটা দিনের মত বুধবার রাত্রেও খাওয়া-দাওয়া সেরে দম্পতি ঘুমোতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে তাদের সাড়া না পাওয়ায় পাড়া-পড়শীদের সন্দেহ হয়। সকাল ৯টা নাগাদ তারা ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর দেখে স্বামী-স্ত্রী বিছানায় পড়ে রয়েছে। স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় বাড়ির মধ্যে দেখতে পাওয়া যায়। গ্রামের লোকজন জড়ো হয়ে যায় বাড়ির সামনে। খবর দেওয়া হয় পুলিশে। আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য।
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us