স্বামী–স্ত্রীর ঝগড়া কেড়ে নিল একরত্তি সন্তানের প্রাণ

স্বামী–স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল তিন মাসের শিশুর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-30 9.20.56 AM

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপীগঞ্জ–সুলতাননগর সড়কের সয়লা জোড়ামন্দির এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, দম্পতির আসল বাড়ি হাওড়া জেলার ভাটোরা এলাকায়।পরিবার সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। গৃহবধূর অভিযোগ, স্বামী রাজু দাস তাকে বাড়ি থেকে বের করে দেন। সেই সমস্যার সমাধান করতে শনিবার সন্ধ্যায় স্ত্রী সালমা খাতুনকে সয়লা এলাকায় দেখা করতে ডাকেন রাজু।

সালমা টোটো করে সেখানে পৌঁছলে রাস্তার মধ্যেই দু’জনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। তর্কাতর্কির মাঝে টানা হেঁচড়ার ফলে সালমার কোলে থাকা তিন মাসের শিশু সান্নি দাসের গায়ে আঘাত লাগে। আঘাত লাগার বিষয়টি টের পাওয়ার পর দ্রুত শিশুটিকে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজু দাসকে আটক করে থানায় নিয়ে যায়।শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। স্বামী–স্ত্রীর বিবাদের জেরে নিষ্পাপ শিশুর মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয় মানুষজন।