মানসিক অবসাদ, চিন্তা আর তার মধ্যেই চড় মেরে ইট দিয়ে নিজের স্ত্রীকে মেরে ফেলল স্বামী! তদন্ত শুরু

পুরো ঘটনা জানুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
murder

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মানসিক অবসাদের মইধ্যেই স্ত্রীকে নৃশংসভাবে মেরে ফেলল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৮ নং পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের উত্তরকুচাইপুর এলাকায়।

WhatsApp Image 2025-03-11 at 12.18.32 PM

জানা যায়, গতকাল মধ্যরাতে ওই এলাকার বাসিন্দা পূর্ণ চন্দ্র ঘোড়াই মানসিক এবং ভারসাম্যহীন অবস্থায় নিজের স্ত্রীকে চড় মারে এবং তারপর ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে বলে অভিযোগ তুলেছে মৃত মহিলার পরিবারের লোকজন। মৃত মহিলার নাম কৃষ্ণা ঘোড়াই। গতকাল রাতে এই ঘটনা ঘটার পর কৃষ্ণা ঘোড়াইয়ের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এসে দেখে মেয়ে মৃত। তারপরেই মৃতার বাবা গুরুপদ খাড়া অভিযোগ করেন যে তার মেয়েকে খুন করেছে জামাই। ঘটনা জানাজানি হতেই পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই পূর্ণ চন্দ্র ঘোড়াইকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পিংলা থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।