/anm-bengali/media/media_files/2025/11/20/screenshot-2025-11-20-155144-2025-11-20-15-52-01.png)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চাকরির প্রলোভন দেখিয়ে পুরোহিতের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ঘোলই এলাকায়। ঘোলই এলাকার বাসিন্দা সঞ্জিত ভট্টাচার্যর সঙ্গে প্রায় ১৬ বছর সাংসারিক জীবন কাটায় মহিলা। এত বছর পর দুই ছেলে মেয়ে সহ স্বামীকে ছেড়ে পালাল ওই মহিলা।
গত ১৭ তারিখ মুড়ি ভাজতে যাওয়ার নাম করে ঘোলই এলাকায় জাঙ্গিয়া কারখানায় কর্মরত এক ব্যক্তির সঙ্গে মহিলা পালিয়ে যায় বলে অভিযোগ তুলেছে ওই মহিলার স্বামী। আর সেই দিন থেকেই দুজনেরই মোবাইল ফোন বন্ধ বলে জানায় অভিযোগকারী সঞ্জিত। বর্তমানে সমস্যায় সঞ্জিতের পরিবার। তার দাবি, জাঙ্গিয়া কারখানায় কাজ শিখতে গিয়েই ওই যুবকের সঙ্গে তার স্ত্রীর পরিচয়। তারপর অভিযুক্ত চাকরি দেওয়ার নাম করেই নিয়ে পালায় বলে অভিযোগ। এমনকি বাড়ির টাকা পয়সাও নিয়ে নাকি তারা চলে গিয়েছে। তবে সঞ্জিত ভট্টাচার্য জানায় যে ২০২১ সালে তার করোনা হয়েছিল। সেই সময় স্ত্রীই সেবা করেছে। মহিলা যদি ফিরে আসতে চায় তবে অভিযোগকারী অর্থাৎ তার স্বামী স্বাদরে গ্রহন করে নেবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/20/screenshot-2025-11-20-155125-2025-11-20-15-52-32.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us