/anm-bengali/media/media_files/2025/11/27/whatsapp-image-2025-11-27-a-2025-11-27-09-29-37.jpeg)
HUMAYUN KABIR
নিজস্ব সংবাদদাতা : দেখতে দেখতে হতে চললো ৭ বছর। আর এবার বালিচক ফ্লাইওভার চালু করতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে বৈঠক হল খড়্গপুরের এস ডি ও (SDO) অফিসে। দীর্ঘ কয়েক বছর ধরে বালিচক ফ্লাই ওভারের কাজ চলছে। কিন্তু কাজের গতি অনেক কম, তাই ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাজ্যের পূর্ত দপ্তরের সচীব,জেলার জেলাশাসক-সহ পূর্ত দপ্তরের আধিকারিকদের বারবার জানিয়েছেন। অবশেষে সেই দাবী মেনে খড়্গপুরের মহকুমাশাসক সুরভি সিংলার কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে ছিলেন রেলের প্রতিনিধি, পূর্ত দপ্তরের প্রতিনিধি থেকে শুরু করে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর,মহকুমাশাসক সুরভি সিংলা,ডেবরার বিডিও (BDO) প্রিয়ব্রত রাড়ী, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া-সহ অনান্যরা। উড়ালপুলটি চালু না হওয়ায় সমস্যার মধ্যে রয়েছেন এলাকায় মানুষজন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/OQ0BoxJ39vMgOaCKDNOr.webp)
বিধায়ক বলেন, ''আমরা দাবি জানিয়েছি যাতে আগামী ১৫ই মার্চের মধ্যে উড়ালপুলটি যেন চালু কারা হয়। এর কারণেই ডেবরা,সবং,পিংলার মানুষজন সমস্যায় রয়েছেন। আমরা চাই ঠিকাদার সংস্থাটি দ্রুত কাজটি সম্পন্ন করুক। এই বিষয়ে মহকুমাশাসক সুরভি সিংলা জানান,''বালিচক রেলওভার ব্রীজ নিয়ে একটি বৈঠক হয়েছে জেলা শাসকের নির্দেশে ৷ পজিটিভ আলোচনা হয়েছে যাতে কাজের গতি আনা যায়। ডেবরা পূর্ত দপ্তর রোডস-এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে দ্রুত কাজের গতি আনা হবে ৷ তবে চেষ্টা করছি সামনের বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এই কাজ সম্পূর্ণ করার।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us