বাবরি মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকার সাহায্য ! চমকে দেওয়ার মতো দাবি করলেন হুমায়ুন কবির

কি দাবি করলেন হুমায়ুন কবির ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
humayun kabir aas

নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে রয়েছে গোটা মুর্শিদাবাদ। এই বাবরি মসজিদের শিলান্যাস ও নির্মাণকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ ও RAF মোতায়েন করা হয়েছে। বজ্রকঠিন নিরাপত্তা ও রাজনৈতিক বিতর্কের মধ্যেই আজ বাবরি মসজিদের শিলান্যাসের কাজ হয়ে গেল।

Screenshot 2025-12-06 10.02.10 AM

কিন্তু  এবার মধ্যেই বাবরি মসজিদ নিয়ে এক বড় মন্তব্য করে বসলেন সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন,''বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে টাকার কোনও অভাব হবে না। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকেই প্রচুর মানুষ অর্থসাহায্যেও করেছেন। এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা ৮০ কোটি অর্থ সাহায্য করার ঘোষণা করেছেন।'' 

হুমায়ূনের এই মন্তব্যে কার্যত তোলপাড় হয়ে যায় গোটা মুর্শিদাবাদ।