মুসলিম বিধায়কদের সংখ্যা ক্রমেই কমিয়েছে তৃণমূল ! ভরা সভা থেকেই তৃণমূলকে নিশানা করলেন হুমায়ুন কবির

কেন তৃণমূলকে নিশানা করলেন হুমায়ুন কবির ?

author-image
Debjit Biswas
New Update
humayun-kabir

নিজস্ব সংবাদদাতা : আজ বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান থেকেই তৃণমূল কে কড়া আক্রমণ করলেন হুমায়ুন কবির। তৃণমূল আমলে যে মুসলিম বিধায়কদের সংখ্যা ক্রমেই কমে এসেছে সেই বিষয়টিও আজকের সভা থেকে উল্লেখ করলেন তিনি। তিনি বলেন,''২০১১ সালে তৃণমূলে মোট ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিল। ২০১৬ তে সেই সংখ্যা কমে হল ৫৭। ২০২১ সেই সংখ্যা ৪৪ জন্যে এসে ঠেকেছে।''

Screenshot 2025-12-06 10.02.10 AM

এরপর তিনি বলেন,''মমতা আর শুভেন্দু ২০৪টি আসনে লড়ুন। কে মুখ্যমন্ত্রী হবেন ওরাই ঠিক করুন। আমরা বাকি ৯০টি আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝে নেব।''