New Update
/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-16-38-19.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: ২৫ থেকে ৩০ দিন ধরে জলমগ্ন এলাকায় ভাসছিল একটি সন্দেহজনক ব্যাগ। জল শুকাতেই মঙ্গলবার কৌতুহলবশত এলাকার এক ব্যক্তি ব্যাগ খুলতেই চক্ষু চরকগাছ। বেরিয়ে এল আস্ত মৃত মানুষের একটি মাথার খুলি আর তার সাথে বিভিন্ন অঙ্গের হাড়গোড়। এমনই ঘটনায় আতঙ্ক ছড়াল বনগাঁ থানার ঢাকা পাড়া ২১ নম্বর ওয়ার্ড বনবিবিতলা এলাকায়।
স্থানীয় চাষি প্রদ্যুৎ মন্ডল এদিন সকালে কৌতুহলবশত মাসখানেক পড়ে থাকা সন্দেহজনক ওই ব্যাগটি খুলে দেখেন। ব্যাগের চেন খুলতেই বেরিয়ে আসে মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়। হাড়ে আবার লাল কালি দিয়ে কিছু লেখাও আছে বলে জানান তিনি। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাসকে খবর দিলে তিনি বনগাঁ থানায় জানান। এরপর পুলিশ মাথার খুলি আর তার সাথে বিভিন্ন অঙ্গের হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/screenshot-2025-11-19-133226-2025-11-19-13-32-59.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us