জল-যন্ত্রণা! মানবিক মুখ শাসক-প্রশাসনের

টানা বৃষ্টি। জলেই জীবন! হাঁটু জল পরিয়ে চলছে যাতায়াত। ঘটছে দুর্ঘটনা। তৎপর প্রশাসন।

author-image
Pallabi Sanyal
New Update
্েংো্

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সকাল থেকেই জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও পিংলা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেনিয়া,আলিশাহাগড়,ভোগপুর,বাড়াগড় এলাকার একাধিক জায়গা জলমগ্ন। বুধবার সকালে সেই এলাকা গুলি পরিদর্শন করেন ডেবরা ৫/১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্তাজ আলি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর।ভোগপুরে একাধিক বাড়ি জলমগ্ন। ব্লক থেকে কয়েকটি জায়গায় ত্রান শিবির খোলা হয়েছে। পিংলার বিভিন্ন এলাকায় বহু মাটির বাড়ি ভেঙেছে। পিংলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রান শিবির খোলা হয়েছে ও ত্রান বিলি করা হচ্ছে। জেলা পরিষদের সদস্য সেখ সবেরাতি, ওসি, বিডিও সবাই এলাকায় ঘুরছে।

hire