/anm-bengali/media/media_files/2025/08/29/voter-cards-s-2025-08-29-13-58-07.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে এক নজিরবিহীন 'উল্টো স্রোত' বা বিপরীত অভিবাসন শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার হাকিমপুর বিএসএফ (BSF) আউটপোস্টের কাছে একটি কাঁচা রাস্তা এখন 'অবৈধ বাংলাদেশি'দের বাংলাদেশে ফিরে যাওয়ার অনানুষ্ঠানিক করিডোরে পরিণত হয়েছে।
অনুসারে, যে শত শত মানুষ অবৈধভাবে বছরের পর বছর ধরে রাজ্যে বসবাস করছিলেন এবং ভুয়ো পরিচয়পত্রের (যেমন আধার, ভোটার কার্ড, রেশন কার্ড) মাধ্যমে ভারতীয় নাগরিকের ছদ্মবেশে জীবন কাটাচ্ছিলেন, তাঁরাই এখন SIR প্রক্রিয়ায় নথি যাচাইয়ের ভয়ে দেশ ছাড়তে চাইছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/15/BeRk60gPMo3BisDfOFWN.jpeg)
বিএসএফ (BSF) চৌকির কাছে একটি বিশাল বটগাছের নিচে ছোট কাপড়ের ব্যাগ হাতে পরিবার নিয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে শত শত মানুষকে। বিএসএফ (BSF) কর্মীদের কাছে তাঁদের একটাই আর্জি,"আমাদের বাড়ি ফিরতে দিন।"
বিএসএফ (BSF) সূত্রে জানা গেছে, নভেম্বর মাস থেকে দক্ষিণবঙ্গ সীমান্ত জুড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রবণতা তীব্রভাবে বেড়েছে। এক সপ্তাহের মধ্যে ১৭২০ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
অনেক অবৈধ অনুপ্রবেশকারী জানিয়েছেন, SIR-এর মাধ্যমে পুরোনো নথি যাচাই করার প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁরা ধরা পড়ার ঝুঁকি নেওয়ার চেয়ে নিজেদের দেশে ফিরে যাওয়াই শ্রেয় মনে করেছেন।
STORY | Borrowed lives on fake IDs: SIR sparks reverse migration of 'illegal Bangladehis' at Hakimpur border
— Press Trust of India (@PTI_News) November 23, 2025
Beside a pitch road that opens into a narrow, dusty mud bylane at the Hakimpur BSF border outpost in West Bengal’s North 24 Parganas, a stretch has become an informal… pic.twitter.com/XaE62rWqbf
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us