কিভাবে খুন হয়েছিলেন বিজেপি নেতা রাজেন্দ্র সাউ?

রানী শায়ের এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাউ হত্যাকাণ্ডে ঘটনার পুনর্নিমাণ করলো পুলিশ। সঙ্গে ছিল মূল অভিযুক্ত রঘুনাথ কর্মকার। দেখুন এএনএম নিউজের লাইভ ভিডিও।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১

হরি ঘোষ, দুর্গাপুর : মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুননির্মাণ করল জামুড়িয়া থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ২৯  এপ্রিল ২ নম্বর জাতীয় সড়কের উপর বোগড়া শোরুম এর কাছে নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রানীগঞ্জের রানী শায়ের এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাউ। সেই সময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে এসে পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক খুন বলে অভিযোগ এনে দফায় দফায় রাস্তা অবরোধ ও থানা ঘেরাও করেছিলেন।
এই ঘটনায় পুলিশ মোট চারজনকে গ্রেফতার করে। কিন্তু মূল অভিযুক্ত রঘুনাথ কর্মকার পলাতক ছিলেন। ১২ দিন আগে তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আজ সেই অভিযুক্তকে নিয়ে রাজেন্দ্র সাউ এর খুনের ঘটনার পুননির্মাণ করলো পুলিশ।