Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/01/28/EdDaVGOws9yLa8om9j1Q.jpeg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: নদীয়া: কালীগঞ্জে সকেট বোমা ফেটে জখম গৃহবধূ। বাড়ির দেওয়ালের উপর রাখা সকেট বোমা সরাতে গিয়ে বোমা ফেটে জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জের ছোট চাঁদঘরের দক্ষিণপাড়ায়। আহত এক গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধুর বাড়ির দেয়ালের উপর একটি সকেট বোমা রাখা ছিল। আজ ওই গৃহবধূ সেই বোমাটি সরাতে বিস্ফোরণ ঘটে এবং তার ডান হাত গুরুতর জখম হয়। তাঁকে উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বহরমপুরে স্থানান্তর করা হয়েছে।
পরিবারের দাবি, দিন কয়েক আগে তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল কয়েকজন দুষ্কৃতী। শত্রুতাবশত কেউ বা কারা বোমাটি বাড়ির দেওয়ালের ওপর রেখে গিয়েছিল। সেই বোমা সরাতে গিয়ে বিস্ফোরণ হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us