নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুর থানার বেনাচিতির ব্লু মুন হোটেলে পুলিশের হানা। ফের বাজেয়াপ্ত মেয়াদ উত্তীর্ণ বহু ঠান্ডা পানীয় ও প্যাকেটজাত খাবার। দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীকে আটক করল দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাচিতির ওই হোটেলে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় সহ নানান প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছিল। সেই অভিযোগ তাদের কাছে পৌঁছাতেই হানা দেওয়া হয়। ফ্রিজের ভেতর ছিল মেয়াদ উত্তীর্ণ বহু ঠান্ডা পানীয় ও প্যাকেটজাত খাবার। তৎক্ষণাৎ সেগুলি বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীকে আটক করা হয়। শিপ্রা মুখোপাধ্যায় নামক এক মহিলার অভিযোগ, "ছেলে ঠান্ডা পানীয় কিনেছিল। খাওয়ার পর সন্দেহ হয়। তারপরেই দেখে বুঝতে পারে মেয়াদ উত্তীর্ণ। আমরা তৎক্ষণাৎ দুর্গাপুর থানা পুলিশকে খবর দিই। পুলিশ পৌঁছেছিল। একজনকে আটক করেছে। ঠান্ডা পানীয়ও বাজেয়াপ্ত করেছে। তবে যেভাবে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে তাতে আমরা আতঙ্কিত"। ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীর দাবি, "ঠান্ডা পানীয় কোম্পানির ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা নিয়ে যায়নি"।