উত্তপ্ত ধুলিয়ান- সামশেরগঞ্জ, প্রাণভয়ে মালদায় আশ্রয়

ভিডিও পোস্ট করে কী লিখছেন বিজেপি নেতা?

author-image
Jaita Chowdhury
New Update
arjun singh sdn.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রাণ বাঁচাতে এক জেলা ছেড়ে অন্য জেলায় আশ্রয়। উত্তপ্ত ধুলিয়ান, সামশেরগঞ্জ। স্থানীয় বাসিন্দারা প্রাণভয়ে মালদায় আশ্রয় নিয়েছেন। নৌকায় করে ভয়ে পালিয়েছেন ধুলিয়ানের বাসিন্দারা। সেই ভিডিও পোস্ট বিজেপি নেতা অর্জুন সিংহের। লিখছেন, 'বাংলায় অরাজকতা চলছে, নৈরাজ্যের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার চক্রান্ত। পুলিশ ঘটনার অনেক পরে এলাকায় ঢুকছে, পুলিশ কর্তারা ভাষণ দিচ্ছে। ওখানকার তৃণমূলের বিধায়করা নাটক করছেন। বিহার-ঝাড়খণ্ড থেকে হিন্দুদের নিয়ে মুর্শিদাবাদে ঢুকব, ১ দিনে সব খালি করে দেব। '

murshidabad.jpg