/anm-bengali/media/media_files/2025/11/26/whatsapp-image-2025-11-26-at-2025-11-26-15-56-51.jpeg)
KKKK
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জালিমান্দা অঞ্চলের, জালিমান্দা গ্রামের মিলন বেরার বাড়িতে জামাই সুরজিৎ ঘড়া কুড়ালের কোপ মারে শশুরকে। এরপর মিলন বেরাকে আহত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, পরে ডেবরা থানায় লিখিত অভিযোগ জানান হয়। ঘটনা সুত্রপাত ৮ মাস আগে থেকেই। নেশাগ্রস্ত অবস্থায় জামাই মেয়েকে মারধোর করার জন্য থানায় লিখিত অভিযোগ জানান তিনি,তার পর থেকে মেয়ে গীতা ঘড়া বাবার বাড়িতে থাকতো।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
এরপর জামাই ফোনে মেয়ের কাছে ভুল স্বীকার করে, এবং আর নেশা করবেনা বলে জানায় । কিন্তু আজ অর্থাৎ বুধবার ভোরে জামাই ফের মেয়েকে মারধোর করার সময় শশুর মিলন বেরা সাবধান করতে গেলে,শশুরের হাতেই কুড়ালের কোপ মারার অভিযোগ ওঠে জামাই সুরজিৎ ঘড়ার বিরুদ্ধে । এই ঘটনার পর ডেবরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, এবং ডেবরা থানা পুলিশ দ্রুত তৎপরতায় অভিযুক্ত জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের কাছে শশুর ও মেয়ে জামাইয়ের উপযুক্ত শাস্তির দাবি করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us