গ্লিসারিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ১, আতঙ্ক এলাকায়

ভয়ানকভাবে মৃত্যু হল শ্রমিকের।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: গ্লিসারিন কারখানায় ওয়েল্ডিং- এর কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ হল। মৃত্যু হল ১ শ্রমিকের। আতঙ্কিত কারখানার অন্যান্য শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণের হরিয়াতাড়া এলাকায় অবস্থিত একটি ওলিও কেমিক্যালস বা তরল গ্লিসারিনের কারখানায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম মনজিৎ কুমার। ওই শ্রমিকের বাড়ি বিহারে। ঘটনার পরেই দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। 

জানা গেছে, ওই গ্লিসারিন কারখানার সুবিশাল গ্লিসারিন চেম্বারের উপরের ঢাকনার উপরে বসে ওয়েল্ডিং-এর কাজ করছিলেন ১ শ্রমিক। নিচে দাঁড়িয়েছিলেল আরো কয়েকজন। হঠাৎই ওই গ্লিসারিন চেম্বারে গ্যাস সৃষ্টি হয়ে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঢাকনা সমেত ওই শ্রমিককে কারখানার বাইরে প্রায় ১০০ মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন বাকিরা। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পৌঁছয় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এবং দমকল বাহিনী। স্থানীয়রা দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি কারখানায় শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে খড়গপুর মহকুমা হাসপাতালে। সেই সঙ্গে ওই শ্রমিকের বাড়িতেও খবর দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

blast