New Update
/anm-bengali/media/media_files/2025/06/21/screenshot-x-2025-06-21-14-45-02.png)
নিজস্ব প্রতিনিধি: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের। ঘটনাটি ঘটেছে বলরামপুরের ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায়। জানা গেছে, এদিন বিয়ে বাড়ি থেকে বোলেরো গাড়ি করে দুর্ঘটনাগ্রস্তরা ফিরছিল ঝাড়খণ্ডের দিকে, অপরদিক থেকে আসছিল লরি।
/anm-bengali/media/post_attachments/a73a8b55-43f.png)
সেইসময় লরি ও বোলেরোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বোলেরো গাড়িটি দুমড়ে--মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয় জনকেই মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে লরিটি রাস্তার পাশে উল্টে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us