জাতীয় সড়কে নদীর ওপরের ব্রিজে ভয়াবহ গর্ত, ফাটল! বেরিয়ে পড়েছে ঢালাইয়ের রড

অবিলম্বে মেরামতির দাবি আতঙ্কিত স্থানীয়দের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-30 at 3.11.08 PM

 নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পাঁশকুড়া-মুম্বাই জাতীয় সড়কের জানাবাড়ে বাইপাসে নদীর ওপরের ব্রিজে হঠাৎই একটি বড় গর্ত দেখা গিয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে ফাটল ধরেছিল এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। রক্ষণাবেক্ষণের অভাব এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল রাস্তা তৈরিতে এমনটাই অভিযোগ। যাতে বড়সড় দুর্ঘটনা না ঘটে, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। দ্রুত মেরামতি না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের। গর্ত দিয়ে একদম নিচ অবধি দেখা যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। পাশাপাশি বেরিয়ে পড়েছে ঢালাইয়ের রড।

এই ঘটনায় পুলিশের উদ্যোগে ওই ভাঙা জায়গাটি পুলিশের গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

WhatsApp Image 2025-10-30 at 3.11.19 PM