New Update
/anm-bengali/media/media_files/2025/10/14/screenshot-2025-10-14-184124-2025-10-14-18-42-09.png)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার দিনভর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একাধিক জায়গায় জনসংযোগে হাজির ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। এদিন ডেবরা আষাড়ী এলাকায় নামতেই দলীয় কর্মীরাই ভিড় জমায় তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য। তিনি ডেবরা ব্লকের বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। বিকেলে ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর ঘাটে তাঁর সাংবাদিক সম্মেলন রয়েছে বলেও জানা গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/14/screenshot-2025-10-14-184149-2025-10-14-18-42-22.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us