/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বছর দুয়েক আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার বাসিন্দা সুবল বেসরা খ্রিস্টান ধর্ম গ্রহন করে। আদিবাসী সম্প্রদায় ভুক্ত ওই ব্যক্তি কেন ধর্মান্তর করল সেই নিয়ে তো জল্পনা থাকবেই।
গত কয়েকদিন ধরেই জ্বরেই ভুগছিল সুবল বেসরা। রবিবার বাড়িতেই তার মৃত্যু হয়। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জানিয়ে দেন যেহেতু সুবল বেসরা খ্রিস্টান ধর্ম গ্রহন করেছে তাই সেই নিয়মেই তার শেষকৃত্য সম্পন্ন হোক। কিন্তু আবার খ্রিস্টান সম্প্রদায়ের যারা ছিল তাদের দাবি সুবল নাকি গত এক বছর ধরে খ্রিস্টান ধর্মের নিয়ম মেনে চলেনি। তাই তার শেষকৃত্যে তারা সহযোগিতা করবে না। তাই দুই সম্প্রদায় থেকে কোনওরকম সহযোগিতা পাচ্ছিল না সুবলের মা। ছেলের মৃতদেহ দুদিন ধরেই আগলে রেখে পড়েছিল বাড়িতেই। সেই খবর পৌঁছয় আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্ব তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডুর কাছে। খবর পৌঁছয় ডেবরা থানাতেও। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এবং ককর্মাধ্যক্ষর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় সুবল বেসরার মৃতদেহ খ্রিস্টান মতে মাটিতে কবর দেওয়া হবে। সেই মতো মারা যাওয়ার দুদিন পর মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয়।আজকের দিনেও এই ধরনের ঘটনায় ওই এলাকায় শোরগোল পড়ে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/01/whatsapp-image-2025-12-01-2025-12-01-18-19-34.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us