ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন হেভিওয়েট বিজেপি নেতা

ভাইফোঁটা হল দীপাবলি উৎসবের পরে শেষ উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাই ফোঁটা। পঞ্জিকা অনুযায়ী ভ্রাতৃদ্বিতীয়া তিথি থাকবে ১৫ নভেম্বর দুপুর ১.৪৭ মিনিট পর্যন্ত৷

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৫ নভেম্বর ভাইফোঁটা। আজকের দিনে সকল ভাই দাদাদের মঙ্গল কামনায় দিদি এবং বোনেরা তাদের মঙ্গলসূচক ফোঁটা দিয়ে থাকে। মনে করা হয় যে, এদিন যমরাজের দৃষ্টি থেকে নিজের দাদা বা ভাইকে রক্ষা করতে এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করে এই দিনটি পালন করা হয়। 

hiren

ভাইফোঁটা ভারতের একটি বিশেষ ধর্মীয় রীতি। প্রায় সব রাজ্যেই ঘরে ঘরে এই দিনটি পালন করা হয়। সবাই একে নানা নামে ডেকে থাকে। বিজেপি নেতা শুভেন্দু  অধিকারি তার ফেসবুক পোস্টের মাধ্যমে সকল ভারতবাসীদের ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি লিখেছেন, "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,

যমের দুয়ারে পড়ল কাঁটা.."

শুভ ভাইফোঁটা,

ভ্রাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে সকল ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

 

hiring.jpg