মুষলধারের বৃষ্টিতে বিপদের মুখে পড়লেন মেচপাড়ার শ্রমিকরা

শ্রমিকরা কোনও রকম নেমে পারাপার করেন এই ছোট নদী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-31 at 18.53.25

File Picture

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুষলধারে বৃষ্টির কারণে হঠাৎ করে ঝোড়ায় জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়লেন মেচপাড়ার শ্রমিকরা। কোমর অবদি জল নিয়ে বাড়ি ফিরলেন তারা। চোখেমুখে লেগে রয়েছে আতঙ্ক। প্রাণের ঝুঁকি নিয়ে ঝোড়ার জল পারাপার করতে দেখা গেল তাঁদের। 

এদিন বিকেলে চা বাগান থেকে ফেরার পথে হঠাৎ করে ঝোড়ার জল বেড়ে যায়। সেই জলেই আটকে যায় তাঁদের বাগানের গাড়ি। শ্রমিকরা কোনও রকম নেমে পারাপার করেন এই ছোট নদী। পরবর্তীতে ট্রাক্টর পাঠিয়ে বাগানের গাড়িটি জল থেকে বের করেন বাগান কর্তৃপক্ষ।