/anm-bengali/media/media_files/4RbIC5t5UFQPCjI3lear.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃপঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগে থেকেই সংবাদ শিরোনামে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তারপর দিন ঘোষণার পর থেকে ভাঙড়ের উত্তেজনা আরও বেড়েছে। মনোনয়ন পর্বকে কেন্দ্র করে বারবার আইএসএফ ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। দু-পক্ষের একাধিক জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যপাল। এমনকি ভোটের আগের দিন সিসি ক্যামেরা বসানো নিয়েও সমস্যায় পড়েন ভোটকর্মীরা। স্বাভাবিকভাবেই আজ, শনিবার পঞ্চায়েত ভোটের দিনও বিশেষ নজরে আরাবুল-শওকত-নওশাদের ভাঙড়। কেমন থাকবে ভাঙড়ের ভোট-পরিস্থিতি? নিরপেক্ষভাবে ভোট দেওয়া কী সম্ভব হবে? এমনই সকল প্রশ্ন উঠে আসছে।
ভোটের প্রাক্কালে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, "আমরা ১০০ শতাংশ শান্তিপূর্ণ ভোট হওয়ার পক্ষে। কে অশান্তি করবে সেটা প্রশাসন দেখবে। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। সকলে শান্তিপূর্ণভাবে, গণতন্ত্র বজায় রেখে নিজের ভোট নিজে দিন। বুথে গিয়ে ভোট দিতে কোনও সমস্যা হলে আমাকে জানান।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us